Wednesday, August 8, 2012

আপনার প্রথম ট্রেড...

  • আমরা ফরেক্স সম্পর্কে অনেক কিছুই জেনেছি। ডেমো অ্যাকাউন্টও ওপেন করেছি। এখন আমরা ট্রেড শুরু করব। কিভাবে আমরা একটি ট্রেড ওপেন করে তা ক্লোজ করতে পারি তা এই আর্টিকেলে আলোচনা করা হবে। মেটাট্রেডারে অ্যাকাউন্টে লগিন করার পর এই স্ক্রীনটি দেখতে পাবেন।
  • EURUSD তে ট্রেড ওপেন করার জন্য "Market Watch" উইন্ডো থেকে EURUSD তে ডাবল ক্লিক করুন।
  • নিচের মত একটি উইন্ডো ওপেন হবে। EURUSD বাই করতে চাইলে "BUY" এ ক্লিক করুন।
  • নিচের মত একটি ট্রেড ওপেন হবে। স্প্রেডের কারনে ট্রেডটি কিছু লসে ওপেন হবে।

  • ট্রেডটি এখন $১ লাভে আছে। এখন আপনার ইকুইটি $৫০০১, কিন্তু ব্যালেন্স $৫০০০. ট্রেডটি ক্লোজ করে দিলে আপনার ব্যালেন্স $৫০০১ হয়ে যাবে। আপনি যদি এখনই ক্লোজ করে দিতে চান, তবে আপনি প্রফিটের ওপর ডাবল ক্লিক করুন।
  • দেখবেন ট্রেড ক্লোজ করার জন্য একটি উইন্ডো ওপেন হবে। হলুদ ক্লোজ বাটনে ক্লিক করুন।
  • ট্রেডটি $১ প্রফিটে ক্লোজ হয়ে গেছে।
  • এখন আপনার নতুন ব্যালেন্স $৫০০১

তথ্যসূত্র- বিডিপিপস।

3 comments:

  1. এইটা একদমই সত্য যে, একজন ট্রেডার যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারে তবে খুব সহজেই ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে তাও বুঝে যায়। আর আমার ট্রেডিং এর মূল ধারাই হচ্ছে এই দুইটা লেভেল কে ফলো করে ট্রেড নেয়া। যদিও আমি নতুন এবং ট্রেডিং শুরু করেছিলাম OctaFx এর Welcome Bonus দিয়ে, তবে এখন ভালই ট্রেড করছি।

    ব্রোকার থেকেই প্রতিনিয়ত আমি ফ্রি এনাইসিস পাচ্ছি। নিউজ ফলো করে ট্রেড করাটা এখনও শিখে উঠি নাই, কিন্তু এই ব্রোকারের কল্যানে মাশা-আল্লাহ, অভ্যস্ত হয়ে গেছি। দেখা যাক, কদ্দিন যুদ্ধ করে নিজেকে টিকিয়ে রাখতে পারি এই বিজনেস প্লাটফর্মটাতে।

    ReplyDelete
    Replies
    1. vai apnar phn numbar ta dewa jabe????? amr ta 01782141646

      Delete
  2. দীর্ঘদিন ট্রেড করার পরেও অনেকে ট্রেড প্লেস করার সময় 'নিউজ এনালাইসিস' এর গুরুত্বটা বুঝে না। ফলে, বিশাল অঙ্কের ট্রেডিং একাউন্টও হারিয়ে যায় স্বল্প সময়ের মধ্যেই। নতুনদের সাবধান হওয়া উচিত। তবে OctaFx সবার জন্য সুবিধার এবং ভাল। বেশ ভালই প্রফিট করছি এখন প্রতিমাসে, খারাপ তো না।

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...