Tuesday, August 14, 2012

স্টপ লস, টেক প্রফিট এর ব্যবহারবিধি ও প্রয়োজনীয়তা

ফরেক্স ট্রেডিং এ স্পট লস এর গুরুত্ব অপরিসীম। আমার ব্যক্তিগত অনেক একাউন্ট এর ইক্যুয়েটি হারিয়েছি স্টপ লস ব্যবহারের অনিহার কারনে। অধিকাংশ ট্রেডার স্টপ লস ব্যবহারের এই অনিহার কারনে তাদের একাউন্ট হারায়। স্টপ লস হচ্ছে ট্রেড লস কমানোর একটি সর্বশ্রেষ্ঠ উপায়। স্টপ লস ব্যবহারের ফলে একটি ট্রেড যদি লসে ক্লোজও হয়ে যায় তারপরও আপনার আরেকটি নতুন ট্রেড খোলার সুযোগ থাকে। অপরদিকে স্টপ লস না থাকলে আপনার সেই সামান্য লটের একটি ট্রেড আপনার একাউন্ট জিরো করে দিতে পারে অনায়েসেই।

অপরদিকে টেক প্রফিট হলো নির্দিষ্ট একটা প্রফিট নিয়ে ট্রেডটি যেন অটোমেটিক ক্লোজ হয়ে যায় সেটি নির্ধারন করে দেওয়া। ফরেক্স মার্কেট সর্বদা উঠানামা করে। সারাদিন কম্পিউটার স্ক্রিনের সামনে চার্ট বসে দেখে ট্রেড করলে বোরড হয়ে যাওয়ার সম্ভবনা থাকে বেশি। এজন্য আপনি চাইলে আপনার ট্রেডটিকে নির্দিষ্ট সংখ্যক পিপস লাভ হলে অটোমেটিক ক্লোজ করার জন্য এটি আপনি ব্যবহার করতে পারেন।

  • স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহারের নিয়ম নিম্নে বর্ণিত হলো। প্রথমে নতুন যে অর্ডার খুললেন সেটাতে সিলেক্ট করে Modify or Delete Order এ ক্লিক করুন। 
  • নিচের মত একটা বক্স আসবে।
  • এখানে আপনি যত পিপস স্টপ লস অথবা টেক প্রফিট সেট করতে চান সেটা সিলেক্ট করে নিচের বড় লম্বা লাল বাটনে ক্লিক করুন।

2 comments:

  1. Forex trading a STOP LOSS tai main fact, ami mone kori. koto public re dekhlam, kebol stop loss follow na korar jonnoi hajar hajar dollar loss korse Forex market a. ei jonnoi ami kokhonoi Stop Loss chara Trade kori na. abar, OctaFx platform tao onek Safe and secured Forex trading er jonno.

    ReplyDelete
  2. amar mote, Stop loss & Take profits chara to trade place korai uchit na. Ei 2ta chara trade place kora maane nijer tk gula biliye deya. Hoytoba profits ashteo pare but sheta ashbe kebol E andaje. Trading 1ta shundor system chara possible na. r shei jonno, Stoploos & Take profits ta Mandatory. ami Safety er jonno OctaFx a trade kortei pochondo kori.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...