Tuesday, December 4, 2012

ফরেক্স ট্রেডিং এ যে কথাগুলো মনে না রাখলেই নয়

১. একজন ভাল ট্রেডার অবশ্যই নিয়মানুবর্তী হবেন। দিনের কোন সময় এবং কোন পেয়ার ট্রেড করবেন তা ঠিক করে রাখা ভাল। হুট করেই যখন তখন ট্রেড ওপেন করা অনেক সময়ই লসের কারন হয়। যে পেয়ারটি ট্রেড করলে আপনি লাভবান হন শুধু ওই পেয়ারই ট্রেড করুন। যে পেয়ারে আপনার এনালাইসিস ভাল কাজ করে না, সেটা এড়িয়ে যান।

২. যখন আপনার লস হতে থাকবে লট সাইজ কমিয়ে আনুন। কিন্তু আমরা উল্টাটা করি সাধারণত। সারাদিনের লস একবারেই লাভসহ তুলে ফেলতে চাই। কিন্তু শেষ পর্যন্ত লসের পাল্লাই ভারি হয়। যেক্ষেত্রে আমরা একটা ছোট লটের ট্রেডই এনালাইসিস করে প্রফিটে ক্লোজ করতে পারি না, সেক্ষেত্রে বড় লট এ লাভের আশা কিভাবে করি?

৩. অনেক সময় অনেক ট্রেডার প্রফিটে থাকা ট্রেড ক্লোজ না করে একেবারে শেষ পিপটা পর্যন্ত পাবার আশায় বসে থাকে। পরে হঠাৎ করে প্রাইস যখন রিভারস করে তখন আফসোস করতে থাকে, ইস প্রফিটে থাকা ট্রেড লসে ক্লোজ করলাম। কাজেই প্রথম টেক প্রফিট পয়েন্টে প্রাইস পৌঁছা মাত্র অর্ধেক লট প্রফিট নিয়ে ক্লোজ করে দেয়া ভাল। বাকি অংশ যদি কাংখিত পয়েন্টে না গিয়ে ফিরেও আসে আপনার লস হবে না।

৪. খেয়াল রাখুন আজকের বা এই সপ্তাহের সর্বোচ্চ প্রফিট কত পিপস ছিল। কখনই স্টপ লস এর চেয়ে বেশি দেবেন না। তাহলে সপ্তাহ শেষে আপনার লসের পাল্লা ভারি হবে।

৫. যদি আপনি আপনার অধিকাংশ ট্রেড প্রফিটে ক্লোজ করতে পারেন তবেই বড় লটে ট্রেড করুন। যে ছোট লটেই প্রফিট করতে পারে না, সে বড় লটে প্রফিটের আশা করতে পারে না।

৬. যখনই বুঝবেন এন্ট্রি আপনার অনুকুলে হয়নি এবং লাভের সম্ভাবনা লসের চেয়ে কম, তখনি অপেক্ষা না করে শুরুতেই ট্রেড ক্লোজ করে দিন। এক্ষেত্রে আমরা উল্টাটা করি, প্রফিটে থাকা ট্রেড তাড়াতাড়ি ক্লোজ করে দেই আর লসে থাকা ট্রেড ব্যাল্যান্স অর্ধেক বা শেষ হবার আগ পর্যন্ত অপেক্ষা করি।

৭. প্রতিনিয়ত স্ট্রেটেজি পরিবর্তন করবেন না। যে স্ট্রেটেজি আপনাকে প্রফিট দেয় সেটাই আপনার জন্য পারফেক্ট। ওই স্ট্রেটেজি ই আপডেট করে আরও ভাল করার চেষ্টা করুন। অন্য আরেকজনের লাভজনক স্ট্রেটেজি আপনার লসের কারনও হতে পারে। অন্যদের স্ট্রেটেজি দেখে আপনি কিছু পরিবর্তন করে আপনার জন্য লাভজনক স্ট্রেটেজি তৈরি করতে পারেন।

৮. এত লস করবেন না যেন আগামীকাল আর ট্রেড ওপেন করতে না পারেন। যেদিন পরপর তিনটা ট্রেড লস হয়, ওই দিনের জন্য ট্রেড বাদ দিয়ে অন্য কোন কাজ করতে পারেন।

৯. কোন প্রকার এনালাইসিস ছাড়াই, মনে হয়েছে বা আশা করেছিলাম প্রাইস বাড়বে বা কমবে এরকম ধারনা নিয়ে ট্রেড ওপেন করা বিরত থাকুন। একইভাবে শুধু আশা করে লসের ট্রেড দীর্ঘ সময় ধরে রাখাও বোকামি। অন্তত ৪ ঘণ্টার চার্ট দেখে এন্ট্রি দিন।

১০. নিউজ নিয়ে খুব বেশি চিন্তিত হবার কারন নেই। নিউজ পজিটিভ দেখলেই বাই অথবা নেগেটিভ হলেই সেল এমন করে অনেক ট্রেডার লসের সম্মুখীন হন। এজন্য কয়েকটা ব্যাপার খেয়াল রাখা ভাল:
  • যদি ট্রেন্ডের বিপরীতে নিউজ আসে তবে নিউজ দেখে ট্রেড করলে লস হতে পারে। এজন্য প্রায়ই দেখা যায় নিউজের উল্টা প্রাইসের মুভমেন্ট হয়।
  • যদি নিউজ প্রকাশের ১০/১৫ মিনিট আগেই মার্কেট অনেক মুভ করে (২০/৪০পিপস) তবে বুঝতে হবে এই নিউজ আগেই চলে গেছে, এমন অবস্থায় নিউজ ট্রেড আপনাকে লসের সম্মুখীন করতে পারে। এ ব্যাপারটা না বুঝে আমরা অনেক সময় বলি, এতবড় নিউজ গেল কিন্তু কোন প্রভাব পড়ল না!!
১১. আপনার ব্যাল্যান্স অনুপাতে কতটুকু প্রফিট হলেই আপনি ওইদিনের মত ট্রেড ক্লোজ করে দেবেন ঠিক করে রাখুন। ১ সপ্তাহের মধ্যেই ব্যাল্যান্স দিগুন করার মানসিকতা যাদের থাকে, ১ সপ্তাহেই তাদের ব্যাল্যান্স শুন্য হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে।
  • ধরুন, আপনার ব্যাল্যান্স ১০০০ ডলার। এটাকে অর্ধেক করলে হয় ৫০০ ডলার। এবার মাসের মধ্যে ২০ দিন ট্রেডিং ডে ধরলে (৫০০/২০) অর্থাৎ ২৫ ডলার প্রতিদিন আপনার জন্য অনেক ভাল একটা প্রফিট। এভাবে নিয়মিত প্রফিট করতে পারলে মাস শেষে ৫০০+ ডলার লাভ থাকবে। কিন্তু অতিরিক্ত লোভ এবং রিস্ক আপনার মুল ব্যাল্যান্সের ক্ষতি করতে পারে।
১২. ছোট ছোট লসগুলুকে মেনে নিন। ফরেক্সে লস থাকবেই।

১৩. ট্রেন্ডহীন অবস্থায় ট্রেড করা থেকে পারত পক্ষে বিরত থাকুন। এ অবস্থায় ৪ ঘণ্টার চার্ট এ কেন্ডেল দেখে স্কাল্পিং করা যায়।

১৪. যেভাবে ট্রেড করলে, স্টপ লস এবং টেক প্রফিট দিলে আপনার লাভ হয় অইভাবে বারবার এন্ট্রি দিন। অযথা সিস্টেমের পরিবর্তন করার প্রয়োজন নেই। সপ্তাহ শেষে এটাই আপনাকে লাভের মুখ দেখাবে।

১৫. DON’T OVER-ANALYZE.
DON’T PROCRASTINATE.
DON’T HESITATE.
IF YOU DO, YOU WILL LOSE.

(সংগৃহীত)

3 comments:

  1. shob gulai time to time share kore. Ashole, Eder analysis follow korei je keu chaile khub valovabe Trade korte pare. 5 months trading korar por ekhon amar kebol E mone hoy, Forex a chailei Earn kora ta possible. But long time er jonno tike thakte hole Knowledge, experiences ei 2ta jinish beshi dorkar. R valo 1ta broker o onk shomoy Fact hoye daray. Kintu, ami happy achi OctaFx k niye, Shikhtesi apnader Forum & online thekei pasha pashi regular Trading korar try kortesi.

    ReplyDelete
  2. ami goto 4months dhore OctaFx er sathei Trade kortesi. Broker ta besh valoi. Financial news and Technical analysis, shob gulai time to time share kore. Ashole, Eder analysis follow korei je keu chaile khub valovabe Trade korte pare. 5 months trading korar por ekhon amar kebol E mone hoy, Forex a chailei Earn kora ta possible. But long time er jonno tike thakte hole Knowledge, experiences ei 2ta jinish beshi dorkar. R valo 1ta broker o onk shomoy Fact hoye daray. Kintu, ami happy achi OctaFx k niye, Shikhtesi apnader Forum & online thekei pasha pashi regular Trading korar try kortesi.

    ReplyDelete
  3. Hello,

    I'm Evgenia, working as affiliate manager for InstaForex - http://www.instaforex.com.

    I like your website and would like to make some special offer on this regard:
    We are happy to announce that, besides the advantageous trading terms, our company is glad to offer you an efficient tool for developing your project – InstaForex informers https://www.instaforex.com/forex_informers#/quotes-online.

    Let me know whether this is of interest. Many thanks.

    Sincerely,
    Evgenia.

    e-mail: evgenia.shevel@instafxgroup.com
    Skype: ifx.evgenia_shevel
    FB group: https://www.facebook.com/groups/instapartners

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...