::: ফরেক্স বিদ্যানিকেতন :::

  • ফরেক্স নিয়ে অনেক অনেক বাংলা ব্লগসাইট আছে যেখান থেকে আপনি ফরেক্স এর বেসিক ধারনা পেতে পারেন। তবে দুই একটি ওয়েবসাইট থেকেই সব কনটেন্ট কপি পেস্ট করেই সব ব্লগ তৈরি হয়েছে। আমরা এই ওয়েবসাইটে বেসিক নিয়ে খুব বেশি লেখালেখি করব না। তবে বেসিক শেখার জন্য সব মাধ্যমগুলো দেখিয়ে দেব যাতে করে খুব সহজে আপনি আমাদের সাথে ট্রেড করার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে পারেন। 
  • babypips.com/school হচ্ছে ফরেক্স শেখার সবচেয়ে অন্যতম একটি ইংরেজি ওয়েবসাইট। তবে এটি সম্পূর্ণ ইংরেজীতে লেখা। কি ভয় হচ্ছে? ভয় নেই... যারা ইংরেজীতে খুব দক্ষ নন তাদের জন্যও রয়েছে ব্যবস্থা। বেবিপিপস এর সম্পূর্ণ বাংলা সংস্করণ হচ্ছে bdpips.com/school এই স্কুল থেকে আপনি ফরেক্স এর বেসিক শিখতে পারবেন খুব সহজে এবং মজায় মজায়। 
  • যারা  আনলিমিডেট ইন্টারনেট ব্যবহার করেন না, কিন্তু ফরেক্স শিখতে চান তাদের জন্য রয়েছে বিডিপিপস স্কুলের একটি পিডিএফ সংস্করণ। ডাউনলোড করতে পারেন এখান থেকে (বিডিপিপস বাংলা)
  • তাহলে আর দেরি কিসের। শুরু করুন পড়াশুনা। পরিশেষে একটা কথা বলতে চাই, আমরা শিশুশ্রেণী থেকে অনার্স, মাস্টার্স পাস করি একটি ১৫,০০০-২০,০০০ টাকার চাকুরীর জন্য। চাকুরীর জন্য কতদিন পড়াশুনা করে নিজেকে তৈরি করি আমরা নিজেদের। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি অনলাইনে কোন কাজ করতে এলেই আমাদের ধৈর্য থাকে না। কিন্তু লক্ষ লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখি। আমি বলছি না এখানে ৭-৮ বছর পড়াশুনা করা লাগবে। কিন্তু কমপক্ষে ১টা বছর পরিশ্রম করলে আমি নিশ্চিত আপনি সফল হবেন। যদি আপনার ১টা বছরের ধৈর্য ও অধ্যবসায় না থাকে তাহলে আমি বলব ফরেক্স আপনার জন্য নয়। 
  • আশা করব আপনারা সবাই পূর্ণ ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের সেরাটা দেবার জন্য।

1 comment:

  1. Thanks a lot for sharing this impressive information with us. But your download link is not working anymore. So could your please fix that issue for me? I badly want to be a successful person in Foerx trading industry. Recently I have joined with OctaFx as a new trader.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...