আপনি কত পিপস স্টপ লস,টেক প্রফিট ব্যবহার করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। আপনার মানি ম্যানেজমেন্ট এখানে মুখ্য ভূমিকা পালন করবে। স্টপ লসের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কতটুকু লস আপনার মানি ম্যানেজমেন্টে কোনরূপ বিরূপ প্রভাব ফেলবে না। উদাহারন, ধরুন আপনার ব্যালেন্স ১০০ ডলার। এক্ষেত্রে আপনি টেক প্রফিট ব্যবহার করতে পারেন ১০ পিপস, অপরদিকে স্টপ লস ব্যবহার করতে পারেন ৩০ পিপস। ০.০১ লটে আপনি ১ ডলারের প্রফিটের বিপরীতে ৩ডলার রিস্ক নিচ্ছেন এখানে। ১:৩ হলো আপনার টেক প্রফিট ও স্টপ লস। আপনি চাইলে কম রিস্ক নিয়েও স্টপ লস সেট করতে পারেন। আমি ব্যক্তিগত ভাবে ১:২ ব্যবহার করি। ১ ডলারের জন্য ২ডলার স্টপ লস।
অনেক ট্রেডার দেখেছি যারা টেক প্রফিট ঠিকই সেট করে কিন্তু স্টপ লস ব্যবহার করে না। ফলশ্রুতিতে দেখা যায় একটা ট্রেড লসের দিকে গেলে নতুন ট্রেড না খুলে আল্লাহ আল্লাহ করা ছাড়া কোন উপায় থাকে না। আমরা লাভ নিতে সবসময় রাজি থাকি। কিন্তু লস নিতেই আমাদের যত আপত্তি।
একটি অর্ডার খোলার আগে সবদিক ভাবুন, মার্কেট বুঝুন, বুঝে শুনে ট্রেড অপেন করুন। তাহলে ইনশেআল্লাহ সবুজ পিপস এর দেখা পাবেন বেশি বেশি :)
মানি ম্যানেজমেন্ট অনুজাই ট্রেড করলে তো স্টপ লস ফিক্সড করাই থাকে। তবে স্টপ লস ও এনালাইসিস করে দেওয়া সম্ভব। এবং এর ফলাফল ও অনেক ভালো প্রমানিত হইছে। আমি তো কখনোই স্টপলস ছাড়া ট্রেডই করি না। আর ব্রোকারের দিক থেকেও আমি সেফটির হিসাব করে OctaFx কে বেছে নিয়েছি।
ReplyDeleteIt’s true that most of the traders face losses in Forex trading but not sure about 95% but they do mistakes going and going for the mistakes not taking lesson from previous trades in which they faced losses and then we blame Forex trading after we failed in trading. I love to trade with OctaFx.
ReplyDelete